স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস গুলো পড়ে আপনার সোশ্যাল মিডিয়াতে কিংবা অন্য কোথাও আপনার মনের ভাবকে সহজেই শেয়ার করতে পারেন। বন্ধুত্ব খুব মধুর একটি সম্পর্ক। বন্ধু ছাড়া জীবন কখনোই উপভোগ যোগ্য নয়। বন্ধু মানে হাসি-খুশি আবার বন্ধু মানেই একে অপরের দুঃখে দুঃখি হওয়া।
জীবনে আমরা অনেক অভিজ্ঞতা পেয়ে থাকি। জীবনের পদে পদে আমাদের নানান অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। জীবনে অনেক ধাপেই আমরা হোচট খায়। আমরা বিপদে পড়ি। তবে এই বিপদগুলো শুধু কষ্ট দেয় না সেই সাথে অনেক চেনা চেহারাগুলোর আসল রূপ দেখিয়ে দেয়।
বিপদে পড়লেই কেবলমাত্র আপনি আবিষ্কার করবেন কে আপনার প্রকৃত বন্ধু?আর কে আপনার স্বার্থপর বন্ধু?। স্বার্থপর বন্ধু আসলে বন্ধুত্ব সম্পর্কটাকে নষ্ট করে দেয়। স্বার্থ যেমন সব জায়গায় আছে তেমনই আছে বন্ধুত্বও।
স্বার্থপর সম্পর্ক বেশিদিন টিকে না। কারণ যে স্বার্থপর সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। সে শুধু বন্ধু নামে নিজের স্বার্থকে হাসিল করতে চায়। নিজের স্বার্থ উদ্ধারের জন্য যে মিথ্যা বন্ধুত্ব করে। আজকের আর্টিকেলটি স্বার্থপর বন্ধুকে নিয়েই সাজানো হয়েছে। তাই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
স্বার্থপর বন্ধু বলতে কি বুঝি?
আমাদের মা-বাবা এবং পরিবার পরিজনের পর সবচেয়ে ঘনিষ্ঠ ও ভালোবাসার একটি সম্পর্কের নাম বন্ধুত্ব। বন্ধু মানেই একজন আরেকজনের সাথে তার সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়া।
আমাদের জীবনে এমন অনেক বন্ধু পাওয়া যাবে যারা আসলে বন্ধুত্বের জন্য নয় বরং নিজের স্বার্থের জন্য আমাদের সাথে বন্ধুর অভিনয় করে। বিপদ-আপদে আমরা আসল বন্ধুকে চিনতে পায়। আমরা চিনতে পাই সেই সকল বন্ধু নামের স্বার্থপর মানুষগুলোকে। যাদের আমরা নিজের প্রিয় বন্ধু ভাবি সেই বন্ধুই সময়ে তার চেহারা দেখিয়ে দেয়। যখন আমাদের সাহায্যের প্রয়োজন হয় তখন স্বার্থপর বন্ধুগুলিকে পাওয়া যায় না। শুধুমাত্র পাওয়া যায় প্রকৃত/আসল বন্ধুদের।
আমরা সকলেই জানি, সব জায়গায় স্বার্থপর মানুষ আছে। তবে বন্ধু যদি স্বার্থপর হয় এটা আসলে মেনে নেয়ার মত হয় না। এই ব্যাথা সহ্য করার মত নয় যে আমার বন্ধু স্বার্থপর। যাকে আমি এতো ভালো ভাবতাম, এত কাছের এক বন্ধু ভাবতাম, সে আসলে আমাকে বন্ধু হিসেবে নেয় নি বরং সে শুধু স্বার্থকে চিনেছে।
প্রযোজনে পাওয়া যায় মানুষের পরিচয়। তেমনি বন্ধুর পরিচয়ও পাওয়া যায় প্রয়োজনে। স্বার্থপর বন্ধু শুধুমাত্র নিজের লাভ খোঁজে এবং নিজের লাভের জন্যই চলে। তারা নিজের লাভ ছাড়া কখনোই আপনার সাথে চলবে না।
স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস
স্বার্থপর বন্ধুত্ব একটি নিকৃষ্টতম সম্পর্ক। স্বার্থপর বন্ধু থাকা এবং না থাকা একই। বরং এর চেয়ে বন্ধু না থাকাই হাজার গুণ উত্তম। স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস গুলো নিচে তুলে ধরা হল-
- যে বন্ধুটি ছিল প্রিয় একজন। যাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবেসেছি, সবচেয়ে বেশি আপন ভেবেছি, সেই বন্ধুই আজকে নিজের স্বার্থ নিয়ে দূরে সরে গেল।
- স্বার্থপর বন্ধু থাকার চেয়ে, বোকা বন্ধু থাকা অনেক ভালো। কারণ তারা উপকার না করলেও ধোঁকাবাজ না।
- যে বন্ধু নিজের টাকা ছাড়া কিছু বুঝে না, সে কখনো বন্ধু হয় না। সেই বন্ধু কখনোই ভালো বন্ধু হতে পারে না, সে এক সময় নিজের স্বার্থ বুঝে পালিয়ে যাবে সময় মত।
- বন্ধু নামে অনেককেই পাওয়া যায় তবে বাস্তবে তার প্রমাণ মেলে যখন মানুষ বিপদে পড়ে। বিপদে পড়লে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তখন তারা স্বার্থের টানে দূরে সরে যায় এবং কখনো ফিরে আসে না।
- স্বার্থপর বন্ধুরা নিজে সফল হতে পারে না এবং বন্ধুকে সফল হতে দেয় না। যখন অন্য বন্ধু সফলতার খোঁজে বের হয় তখন তারা সফলতায় পিছু টান দেয়।
- জীবনের অনেকগুলি অভিশাপের মধ্যে একটি হলো স্বার্থপর বন্ধু। কখনো যদি টের পান এই ব্যক্তি স্বার্থপর, তাহলে তাকে কখনোই বন্ধু হিসেবে গ্রহণ করবেন না।
- মানুষে ধোঁকা ও প্রতারিত হয়েও যতটা কষ্ট না পায়, তার থেকে বেশি কষ্ট পায় স্বার্থপর বন্ধুর থেকে। স্বার্থপর বন্ধু কখনোই অন্য বন্ধুর কথা ভাবে না বরং সে শুধু নিজের চিন্তা করে এবং বন্ধুকে কষ্ট দেয়।
- যারা প্রকৃত বন্ধু তারা কখনোই স্বার্থপর হয় না। যারা স্বার্থপর বন্ধু হয় সে কখনো বন্ধু ছিল না বরং তাকে প্রত্যাহার করা আমাদের জীবনের বড় কর্তব্য হওয়া উচিত।
- বন্ধু ছাড়া জীবনে চলা না গেলেও স্বার্থপর বন্ধু না থাকাই ভালো।
- একজন স্বার্থপর বন্ধুর থাকার চেয়ে, একা থাকা অনেক অনেক শ্রেষ্ঠ।
- বন্ধু নামের কলঙ্কটার আরেক নাম স্বার্থপর বন্ধু।
- যে ব্যক্তি স্বার্থ বোঝে সে ব্যক্তি কখনো বন্ধু হতে পারে না আর বন্ধু হবার যোগ্যতাও রাখে না।
- সেই প্রকৃত বন্ধু যে বন্ধু নিজের স্বার্থ না ভেবে প্রয়োজনের সময় এগিয়ে আসার চেষ্টা করে।
- শুধুমাত্র বিপদেই বন্ধুর আসল পরিচয় পাওয়া যায়। চেনা যায় প্রকৃত বন্ধুকে। যদি সে নিজের স্বার্থকে বুঝে পালিয়ে যায় তবে সে কখনোই বন্ধু হওয়ার মত যোগ্যতা রাখে না।
- মানুষ বদলে যায়, মানুষ ভুলে যায়, সবকিছুর ঊর্ধ্বে যখন স্বার্থপর হয় তখন সমস্ত ভালোবাসা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।
- যে বন্ধুত্বে আছে স্বার্থ আছে স্বার্থপরতা। সে বন্ধুত্ব আর যাইহোক কখনো বেশিদিন টিকে না।
- আপন আপন ভেবেছি যাকে। সেই আপন বন্ধুটাই পর করে চলে যায়। কারণ সে বন্ধু আপন ভাবে না বরং নিজের স্বার্থটাই বুঝে। বন্ধুত্বটা বুঝলে কখনো স্বার্থপর হতো না।
- যাকে আপন ভেবেছিলাম সে আজ স্বার্থের জন্য পর হয়ে চলে গেল।
- স্বার্থের জন্য বন্ধুত্ব করা হল সবচেয়ে বড় স্বার্থপরতা।
- যে ব্যক্তি বন্ধু হিসেবে স্বার্থপর সে ব্যক্তি একটি জাতির জন্যও হুমকি স্বরূপ।
স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস ছবি
প্রকাশ্য শত্রুর থেকেও স্বার্থপর বন্ধুর ক্ষতি করার ক্ষমতা বেশি। স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস ৬টি ছবি নিচে যুক্ত করা হল –






বহুল জিজ্ঞাসিত প্রশ্নসমূহ
স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তাহলে চলুন জেনে নেই সেই সকল প্রশ্ন ও উত্তর।
স্বার্থপর বন্ধু নিয়ে সেরা স্ট্যাটাস কোনটি?
স্বার্থপর বন্ধু নিয়ে সেরা স্ট্যাটাস হল “স্বার্থপর বন্ধু কখনোই বন্ধুত্বের মর্যাদা বুঝতে পারেনা, তাই তাদের কাছে ভাল কিছু আশা করা বোকামী”।
স্বার্থপর বন্ধু নিয়ে সেরা উক্তি কোনটি?
স্বার্থপর বন্ধু নিয়ে সেরা উক্তি করেছেন “ইউলিয়াম ই গ্লাডস্টোন”। উক্তিটি হল “স্বার্থপরতা হল মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ অভিশাপ”।
উপসংহার
আমাদের জীবনে একটি ঘনিষ্ঠ সম্পর্ক হল বন্ধুত্ব। যে সম্পর্কে নেই কোন স্বার্থ নেই কোন লোভ লালসা। বন্ধুত্ব মানেই একটি ভালোবাসার সম্পর্ক যে সম্পর্কে সবাই সবার দুঃখ ও সুখ সমান অনুপাতে শেয়ার করে। কেউ যদি এই মধুময় বন্ধুত্বটাকে স্বার্থের জন্য কলঙ্কিত করে তখন সে আর বন্ধু হতে পারে না।
আমাদের উচিত সে সব বন্ধু থেকে দূরে সরে আসা। সে সব বন্ধুর সাথে সম্পর্ক না রাখা যারা আসলে বন্ধুত্ব চিনে নি বরং চিনেছে শুধু নিজের স্বার্থটাকে। এমন বন্ধু না থাকাই উত্তম। এমন বন্ধু থাকার চেয়ে একা থাকাই অনেক শান্তির। না আছে ধোঁকা খাবার ভয় আর না আছে বন্ধুত্বের নামে মিথ্যা সম্পর্কের কষ্ট।
“স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ!