পদ্ম ফুল নিয়ে ক্যাপশন

পদ্ম ফুল নিয়ে ক্যাপশন আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয়। পদ্ম ফুল হলো সৌন্দর্য, বিশুদ্ধতা ও পবিত্রতার প্রতীক। সৌন্দর্যগুনে পদ্ম ফুল মানুষজনের কাছে অতি প্রিয় বিশেষকরে বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের নিকট। এটি হিন্দু ধর্মে পবিত্র ফুল এবং বৌদ্ধ ধর্মে বোধিসত্ত্বের (বন্ধুত্ব) প্রতীক। দূর্গা পূজাতে এই ফুলের রয়েছে ব্যাপক চাহিদা। পদ্ম ফুল খাদ্য হিসাবে ব্যাপক চাহিদা থাকার কারণে মানুষের জীবিকার বাহন হয়ে দাড়িয়েছে। পদ্ম ফুল কেবল সৌন্দর্যের আধারই নয় বরং ভেষজগুন সম্বৃদ্ধ হওয়ায় নানা রোগের নিরাময়ে বেশ উপকারি। দক্ষিন এশিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন রং এর পদ্মফুল দেখা যায়।

পদ্ম ফুল বিভিন্ন রং এর হয়ে থাকে যেমন লাল, নীল, গোলাপি, সাদা ইত্যাদি। এই ফুল কে না ভালোবাসে? পদ্মফুলের সৌন্দর্য যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এর বিশুদ্ধতা ও পবিত্রতা যেন আমাদের মনে শান্তি ও পবিত্রতার বার্তা বয়ে আনে। এর শুভ্রতা আমাদের মনকে করে আলোকিত।

পদ্ম ফুল কি?

পদ্ম ফুল মানুষের কাছে অতি পরিচিত এক ধরনের ফুল। এটি সৌন্দর্যের প্রতীক এবং সুগন্ধি ফুল। কথায় বলে “শুভ্রতায় অনন্য ফুলের রানি পদ্ম”। এটি একটি জলজ ফুল যা সাধরনত পুকুর, বিল ও ঝিলে জন্মে। পদ্ম ফুলের বিভিন্ন নাম রয়েছে যেমন কমল, শতদল, উতপল ইত্যাদি। এর ইংরেজি নাম Lotus এবং বৈজ্ঞানিক নাম Nelumbo nucifera। সারা বছর পানি থাকে এমন জলাশয়ে পদ্ম ভালো জন্মে। যেমনঃ খাল-বিল, হাওড় ইত্যাদি। কন্দের(মূল) মাধ্যমে পদ্মের বংশ বিস্তার ঘটে। পাতা পানির উপরে ভাসে এবং মূল বা কন্দ পানির নিচে মাটিতে থাকে। পানির উচ্চতা বাড়তে থাকে আর গাছেরাও বৃদ্ধি পেতে থাকে। বর্ষা মৌসুমে পদ্ম ফোটা শুরু হয়। পদ্ম ফুলের ব্যপ্তি হেমন্তকাল পর্যন্ত থাকে। পদ্মের বীজ স্বাস্থ্যের জন্য উপকারি। ক্ষুধা নিবারনে বেশ উপকারি যা পরিক্ষীত।

পদ্মের পাতা ও মূল অশ্ব বা গেজ রোগে ব্যবহৃত হয়। জ্বরের তাপমাত্রা এবং শরীরের প্রদাহ কমাতে প্রাচীনকালে পদ্মের পাতা ব্যবহার করা হতো। পদ্মবীজ শরীরের ওজন কমাতে সাহায্য করে। পদ্মফুল সংগ্রহ ও বিক্রয় করে মানুষ জীবিকা নির্বাহ করছে। এর ডাঁটা সবজি হিসাবে খাওয়া যায়। পদ্মবীজ খুবই সুস্বাধু। মাঝেমধ্যে পদ্ম ফুল দিয়ে হারবাল চিকিৎকদের প্রচারনা করতে দেখা যায়।

পদ্ম ফুল নিয়ে ক্যাপশন

জনপ্রিয় সব পদ্ম ফুল নিয়ে ক্যাপশন গুলোর মধ্য থেকে অধিক ব্যবহৃত ক্যাপশন গুলো নিচে তুলে ধরা হল-

  1. পদ্মফুলের মত আমিও এই জগতে বিশুদ্ধতা ও সৌন্দর্য নিয়ে এসেছি প্রিয়।
  2. আমি বেড়াতে গিয়ে এক পদ্ম দেখেছি তোমারি মত সুন্দর।
  3. পদ্মফুল অঙ্গে মেখে কত শত রং, করেছি কত শত ঢং।
  4. ফুলের রানি পদ্ম, তোমার আমায় আমি আবদ্ধ।
  5. পদ্মফুল ভরা বিলে, ছোট বেলায় আমরা প্রায় যেতাম সবাই মিলে।
  6. পৃথিবী একটি বাগান আর আমরা সবাই হলাম বাহারি রঙের পদ্মফুল।
  7. যাকে ভালোবাস তাকে পদ্মফুল দাও, সে পদ্মফুলের মত পবিত্র হয়ে যাবে।
  8. আমাদের মন পদ্মফুলের মত, একটি নির্দিষ্ট সময়ে তা প্রস্ফুটিত হয়।
  9. পদ্মফুল আমাদের প্রেরনা, কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়।
  10. তোমার বাহারি রঙ্গের হাসিতে আমি হারিয়ে যাই সারাক্ষন।
  11. বন্ধুত্ব কি? তা পানি ও পদ্মফুলের মধ্যেই দেখা যায়।
  12. পদ্মের লতায় লতায় কাঁটা তাই পদ্ম এত মূল্যবান।
  13. যাকে দেখলেই মন আনন্দে ভরে উঠে তাই তো ফুল, আমার কাছে পদ্মফুল সব ফুলের সেরা।
  14. পদ্মফুল দেখলেই খুশিতে মন ভরে উঠে, না জানি কি যাদু আছে ওই ‍ফুলে।
  15. পদ্মফুল এত কেন আকর্ষনীয়? পদ্ম এমন জায়গায় জন্মে যেখান থেকে সংগ্রহ খুবই কস্টকর। যাহা কস্টকর তাহাই তো মন আকর্ষন করে।
  16. এসো তুমি করতে দেখা আমার গ্রামের বাড়ী, পরিচয় করিয়ে দিব তোমায় ফুলের রানি পদ্মফুলের সাথে।
  17. বিলের ধারে, ঝিলের পাড়ে, পুকুর ধারে কি যেন হয়, আমায় শুধু ইশারা করে এবং কাছে টানে।
  18. আমার মন খুবই কোমল পদ্ম ফুলের মত, কস্ট তুমি দিওনা আমায় ছিড়না পদ্মের মত।
  19. পদ্ম একটি ফুল যা মিশরবিদ্যা, হিন্দুধর্ম এবং বৌদ্ধধর্মের সাথে নিভিড় ও ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।
  20. পদ্মফুল বেড়ে উঠতে চাইলে কাঁদা ও নোংরা জলের মধ্য দিয়েই গজাতে হবে। আমাকেও এই সমাজের মাঝেই বড় হতে হবে।
  21. ফুলকে দূর থেকে দেখতেই বেশি সুন্দর তাই পদ্ম বেশি সুন্দর।
  22. ভালোবাসায় আঘাত আছে বলেই ভালোবাসা এত সুন্দর, পদ্ম ফুলের লতায় লতায় কাঁটা আছে বলেই পদ্ম এত সুন্দর।
  23. ফুল তার হাতেই সুন্দর সে নিজে সুন্দর। আমি পদ্ম ফুলের মত সুন্দর হতে চাই।
  24. পদ্ম ফুল আমাদের মনে করিয়ে দেয় এই কঠিন পৃথিবীতে কিভাবে ভিতরে নরম থেকে বাহিরে সংগ্রাম করতে হয়।
  25. পৃথিবীর সব ফুলকে ছাড়িয়ে তোমায় পদ্মফুল দিয়ে বরন করতে চাই।
  26. সকালের মিষ্টি রোদে পানি যেমন দেয় দোলা, তোমার ওই পদ্ম ফুলের হাসি যায় কি কখনো ভোলা?
  27. আঁড়ালে আজ ফুঁপিয়ে কাঁ‌দে জ্ঞা‌নের দরজায় তালা, তবুও আজ ফুট‌ছে সামান্য কিছু গোব‌রে পদ্ম ফুল এবং যা‌দের জন্য এখনও বেঁচে আছে মানুষ জাতির কূল।
  28. আপনি যদি কস্টে ও হতাশায় বেড়ে উঠেন, দেখে আসতে পারেন পদ্ম ফুলের বাসস্থান।
  29. বিপদ দেখে কেউ করিস না ভয়, পিছনে তো পদ্মফুল হাসে।
  30. সকল সুবিধা পেলেই যে সবাই জীবনে ভালো করবে তা কিন্তু নয় পদ্মফল তার উদাহরন।
  31. তুমি যতই প্রতিকূল পরিবেশে থাকনা কেন, তুমি যদি সাহসি ও দৃঢ় প্রত্যয়ী হও সফল তুমি হবেই পদ্মফুলের মত।

পদ্ম ফুল নিয়ে ক্যাপশন ছবি

পদ্ম ফুল নিয়ে ক্যাপশন যুক্ত ছবিগুলোসোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারেন। পদ্ম ফুল নিয়ে ক্যাপশন ৬টি ছবি নিচে যুক্ত করা হল –

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন-উত্তর সমূহ

পদ্ম ফুল নিয়ে ক্যাপশন এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তবে চলুন জেনে নেই সেই সকল সমস্ত সকল প্রশ্ন ও উত্তর।

পদ্মফুল নিয়ে সেরা কবিতা কোনটি?

প্রখ্যাত ভারতীয় কবি গার্গী মিশ্র ভারতীয় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পদ্ম কবিতাটি লিখেছেন। বেশিরভাগ বাঙ্গালি মনে করেন পদ্মফুল নিয়ে লেখা এই কবিতাটি সেরা। যার কয়েকটি লাইন নিচে তুলে দেওয়া হল-

“সূর্যকিরনে পদ্ম ঢলোঢলো মধু তাহে করিতেছে টলোমলো।
ভ্রমর আসিয়াছে উৎফুল্লে,
পদ্ম তাই যেন দোদুল দোলে।
পবন সুবাসিত করে পদ্মমঞ্জুরী,
ভ্রমর গাহিছে গান গুনগুন গুঞ্জরী।
মিষ্টি ফুলের গন্ধ যেথা,
মন যে আমার পাগল সেথা”।

পদ্মফুল নিয়ে সেরা ক্যাপশন কোনটি?

পদ্মফুল নিয়ে সেরা ক্যাপশন হল “পদ্মফুল আমাদের প্রেরনা, কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়”।

উপসংহার

পদ্মফুল গ্রাম-বাংলার মানুষের কাছে অতি পরিচিত একটি ফুল। এক সময় বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামের নদ-নদী ও জলাশয়ে আপনা আপনি বেড়ে উঠতো এই নান্দনিক সুন্দর পদ্মফুল। প্রাচীনকাল থেকেই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পদ্মের ব্যবহার হয়ে আসছে। উপমহাদেশে পদ্মফুলের একেক ধরনের পাপড়ি ও পাতা ধর্মীয় শিক্ষা বা সংস্কারে বিভিন্ন অর্থ বহন করে। হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের কাছে পদ্ম পবিত্রতার প্রতীক। বৌদ্ধদের কাছে বন্ধুত্বের প্রতীক।

“পদ্ম ফুল নিয়ে ক্যাপশন” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্টটি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ!

Leave a Comment